কুলাউড়া প্রতিনিধি
ঐতিহাসিক মুল্লুক চলো আন্দোলনের ১০৪ তম বার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলার লংলা চা বাগানে এক স্মরণ সভার আয়োজন করা হয়। ২০ মে বাংলাদেশের জাতীয় চা শ্রমিক জোট (বাজাফে-৩৮এর অন্তর্ভুক্ত) কুলাউড়া উপজেলা শাখা এই স্মরণ সভার আয়োজন করে। বাংলাদেশ চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি জ্ঞান শংকর গৌড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক জোট কুলাউড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়সুল, বাংলাদেশ যুবজোট কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সুবহান টিপু, বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার যুগ্ম সম্পাদক এম রাসেল আহমদ, বাংলাদেশ জাতীয় চা শ্রমিক জোট লংলা চা বাগান সভাপতি সিতারাম রাজভর ও সাবেক ইউপি সদস্য গোপাল নাইডু।
প্রধান অতিথির বক্তব্যে মইনুল ইসলাম শামীম মুল্লুক চলো আন্দোলনের ইতিহাস তুলে ধরে তৎকালীণ বৃটিশ গোরখা বাহিনী কর্তৃক চাঁদপুর মেঘনাঘাটে নিরীহ চা শ্রমিকদের হত্যার নিন্দা জ্ঞাপন করে তাদের আত্মার শান্তি কামনা করেন এবং ২০ মে চা শ্রমিক দিবস হিসেবে ঘোষনা এবং মুল্লুক চলো আন্দোলনের ইতিহাস পাঠ্যবইয়ে সংযুক্ত করার দাবী জানান। তিনি বলেন, মুল্লুক চলো আন্দোলনের ১০৪ বছর অতিক্রান্ত হলেও চা শ্রমিকরা এখনো সমাজের সবচেয়ে অবহেলিত অংশ। তাদের দৈনিক ন্যূনতম মজুরী ৫০০ টাকা নির্ধারন, ভুমির অধিকার প্রদান এবং প্রতিটি চা বাগানে একটি করে সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও সরকার ও বাগান কর্তৃপক্ষ কর্তৃক প্রতিটি শ্রমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবী জানান। এই লক্ষ্যে চা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের জাতীয় চা শ্রমিক জোট (বাজাফে-৩৮) এর পতাকাতলে সমবেত হয়ে পার্লামেন্ট, জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও চা উন্নয়ন বোর্ডে চা শ্রমিকের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার আন্দোলন বেগবান করার আহবান জানান।
আপনার মতামত লিখুন :