নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অলিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করার দায়ে ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৯ মে)সকাল সাড়ে ৯ টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাস গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অসুস্থ পশু কম মূল্যে কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই দীর্ঘ দিন ধরেই ভোর রাতে পশু জবাই করে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করার দায়ে চার দোকান মাংস ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণি সম্পদ ভেটেরিনারি সার্জন ডা. শিপা আক্তার উপস্থিত থেকে সহযোগিতা করেন।
পল্লব হোম দাস বলেন, অলিপুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করে মাংস সংরক্ষণ করে মাংস বিক্রি দায়ে চার মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, পশু জবাই এবং মাংসের মান নিয়ন্ত্রণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তাদেরকে দন্ড দেওয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান। আদালত পরিচালনা সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সাথে ছিল।
আপনার মতামত লিখুন :