পৃথিমপাশায় আলী সফদার খাঁনের ৫১তম মৃত্যুবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৮:২১ অপরাহ্ন /
পৃথিমপাশায় আলী সফদার খাঁনের ৫১তম মৃত্যুবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

কুলাউড়া প্রতিনিধি

কৃষক আন্দোলনের নেতা, তৎকালীন পুর্ব পাকিস্তান কৃষক সমিতির সহ-সভাপতি, পৃথিমপাশার নবাব আলী আমজাদ খাঁনের নাতি রাজা সাহেব নামে খ্যাত আলী সফদার খাঁনের ৫১তম মৃত্যুবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান চৌধুরী (ওয়েছ)-এর সভাপতিত্বে উন্নয়ন সংগঠন প্রচেষ্টার পৃথিমপাশা কার্যালয়ে ১৮ মে রবিবার মওলানা ভাসানির অন্যতম অনুসারী এই কৃষক নেতার ৫১তম মৃত্যুবার্ষিকী উদযাপনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৬ জুলাই সুলতান কমপ্লেক্স, রবির বাজার, কুলাউড়ায় এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

সভায় মাহমুদুর রহমান চৌধুরী (ওয়েস)-কে আহবায়ক ও আব্বাস আলী’কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট “রাজা সাহেব স্মরণসভা প্রস্তুতি কমিটি” গঠন করা হয়।
এই কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সৈয়দ ইরফানুল বারী, লুৎফুর রহমান চৌধুরী হেলাল, নবাব আলী আব্বাস খান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, ড. মাইনুস সুলতান, অ্যাডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম, সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন, কবি শহীদ সাগ্নিক, নবাব আলী নকি খান, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী ও সৈয়দ আহবাব হোসেন।