নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলের চারগাঁও এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। সোমবার(১৯ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা রিয়েল কোচ নামে একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা শামীম এন্টারপ্রাইজ আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনায় বাসচালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, বাহুবল থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। একই সময়ে বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকার মহিষদুলং নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী বিরতিহীন পরিবহনের একটি বাস মহিষদুলং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় চালকসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে ট্রাকচালক সোহেল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সম্ভপুর গ্রামের বাসিন্দা। অন্য আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, মহাসড়কে বিরতিহীন বাসের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে জনমনে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে যাত্রীবাহী বাসগুলোর বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তবে নিহতের নাম ঠিকা পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :