কুলাউড়ায় দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মে ১৭, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন /
কুলাউড়ায় দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

“দূর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দূর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতিবিরোধী চেতনা সৃষ্টি করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের আয়োজনে ও কুলাউড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে শনিবার (১৭ মে) সকাল ১১টায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়, ভাটেরা স্কুল এন্ড কলেজ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী পর্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ছুরুকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমীন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নির্মাল্য মিত্র সুমন, সাংবাদিক নাজমুল বারী সোহেল, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাহফুজ শাকিল প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ১ম পর্বে “মূল্যেবোধ ও দেশপ্রেমের অভাবে দূর্নীতির বিস্তারের মূল কারণ” ২য় পর্বে আইনের শাসনের অভাবেই দূর্নীতি বিস্তার ঘটে ও চূড়ান্ত পর্বে “অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতির প্রধান কারণ” বিষয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ শফিকুল ইসলাম ও প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন মো. আব্দুর রহিম প্রধান। প্রতিযোগিতায় উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়। সেরা বক্তা হয়েছেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দলনেতা উত্তরা রায় লক্ষ্মী। চ্যাম্পিয়ন দলে অংশ নেন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াহিদা তাহসিন, ফাহমিদা তাহসিন ও ফাতেমা জান্নাত। রানার্স আপ দলে অংশ নেন কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা রায় লক্ষ্মী, অনিন্দিতা ঘোষ তুলি ও রুয়াইদা নাজিম বর্ষা।
ফটোযুক্ত।