হবিগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : মে ১৮, ২০২৫, ৮:৫১ অপরাহ্ন /
০
নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার দিবাগত শনিবার (১৭ মে) রাতে উপজেলার হাফিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন নরসিংদী জেলার বাগহাটা গ্রামের বাসিন্দা মোঃ মো. মোমিন মিয়া (৪৫)। যিনি দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন বাসচালক সুলতান মিয়া (৩৭) এবং আরও চারজন যাত্রী। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত মোমিন মিয়ার ছেলে ইলিয়াছ হোসাইন হৃদয় বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কে বালু বাহী ট্রাকের বেপরোয়া গতির কারণে অতীতে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে।
আপনার মতামত লিখুন :