তেঁতুলিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২১, ১:২৫ অপরাহ্ন /
তেঁতুলিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত

খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, উপজেলা প্রশাসন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, মডেল থানা ওসি আবু সাইয়েম মিঞা, জেলা ফায়ার সার্ভিস সহকারী কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আবু বক্কর হোসেনসহ উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, সমাজ সেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন , প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যক্তিবর্গ।