শার্শা থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১২ আসামী আটক।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২১, ১:৩৫ পূর্বাহ্ন /
শার্শা থানা পুলিশের অভিযানে  গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১২ আসামী আটক।

আঃজলিল যশোরঃ

যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ১২ আসামীকে আটক করেছে। মঙ্গলবার(২ রা নভেম্বর) দিবাগত রাতে শার্শা থানার আওতাধীন বিভিন্ন গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ।

আটক আসামীরা হলো, ১.ইউসুফ আলী (৩১), পিতা- জয়নাল আবেদীন, সাং-বাগআঁচড়া, ২. ফজলুল হক, পিতা-মোঃ কাউছার আলী, সাং-বাইকোলা, ৩.আঃ আলীম, পিতা-মৃত আনছার আলী, সাং-সোনাতনকাটি, ৪.সুজন হোসেন, পিতা-মৃত আনছার, সাং-সোনাতনকাটি, ৫.আমির আলী, পিতা-মৃত নুর হোসেন, সাং-বেলতলা, ৬.জব্বার আলী, পিতা-মৃত মোক্তার আলী, সাং-ইছাপুর, ৭.সিরাজুল ইসলাম, সাং-কন্যাদহ, ৮.রাসেল হোসেন, পিতা-ওহাব আলী, সাং-শালতা, ৯.জাহাঙ্গীর আলম, পিতা-মতি চোর, সাং-কালিয়ানী, ১০.নুরবানু খাতুন, পিতা-মৃত মোক্তার আলী, সাং-ইছাপুর, ১১. ময়নাখাতুন, স্বামী-তৌহিদুর রহমান, সাং-ইছাপুর, ১২.আসমা খাতুন, স্বামী- নুরুল ইসলাম, সাং-বাগআঁচড়া।

পুলিশ জানায়,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারণ সার্কেল ও বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে শার্শা থানার ওসি(তদন্ত) তারিকুল ইসলামের নেতৃত্বে, এসআই মেহেদী হাসান, এসআই সুমন সরকার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১২ জন আসামীদের আটক করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান ,গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।