কুলাউড়ার মনসুরে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৫, ৯:১৯ অপরাহ্ন /
কুলাউড়ার মনসুরে মাসব্যাপী কুরআন প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ

কুলাউড়া প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ‘ইত্তেহাদুল কুররা বাংলাদেশ কতৃক মাসব্যাপী সহীহ্ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৮ মার্চ (শুক্রবার) মাদ্রাসা হলরুমে, মনসুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিষদের সভাপতি মো: সাইফুর রহমানের সভাপতিত্বে ও কুরআন প্রশিক্ষণের শিক্ষক জাহিদ আল ফেরদাউসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সমাজ সেবক আব্দুল মুহিত বাবলু, প্রশিক্ষণ কেন্দ্রের প্রধানকারী মাও: মোশাররফ হোসেন, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিম, সাংবাদিক নাজমুল বারী সুহেল, মহি উদ্দিন রিপন, শিক্ষক দেলোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুর রহমান, শিক্ষার্থী বাপ্পি আহমদ, তানিয়া আক্তার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, মনসুর মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য সাইফুর রহমান ছানা, সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি সাহেদ আহমদ, কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক তাজুল ইসলাম, রায়হানুল হক, মো: শাহ আলম, রোকন উদ্দিন, জুবায়ের মাহমুদ উজ্জ্বল, মহসিন আহমদ, হাসান আহমদ, ছাত্র প্রতিনিধি সাদমান আশরাফ সাদিম প্রমুখ।