হবিগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন /
হবিগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে আঙ্গুরা নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী নাজমুল ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

সোমবার (৩১ মার্চ)সকালে উপজেলার হারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঙ্গুরা একই এলাকার মীরনগর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

আঙ্গুরার পরিবারের লোকজন জানান, পারিবারিক কলহের জেরে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।গতকাল রাতে তাদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পযার্য়ের আজ ভোর রাতে কিংবা সকালে আঙ্গুরাকে শ্বাসরোধে হত্যা করে স্বামী নাজমুল পালিয়ে গেছে।তাদের ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।মাধবপুর থানার সেকেন্ড অফিসার এস আই শাহনুর জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। এখনো এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। অভিযুক্ত স্বামীকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।