হবিগঞ্জে ৪ সাংবাদিকের উপর হামলা, ২টি ক্যামেরা ভাংচুর


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন /
হবিগঞ্জে ৪ সাংবাদিকের উপর হামলা, ২টি ক্যামেরা ভাংচুর

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধ জনতার বাজার মাইকে ঘোষণা দিয়ে ৪ টেলিভিশন সাংবাদিকের উপর হামলা করেছে বাজার কমিটির লোকজন। এ সময় হামলা কারীরা দুটি ক্যামেরা, ট্রাইফয়েড ভাংচুর করে এবং সাংবাদিকদের মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। শনিবার(২২ মার্চ)দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জে অবৈধভাবে জনতার গরুর বাজার বসিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে সড়কে তীব্র যানজট দেখা যায়। আজ দুপুরে জিটিভি ও বাসস এর জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, এশিয়ান টিভির এস এম সুরুজ আলী, দীপ্ত টিভির আখলাছ আহমেদ প্রিয় ও মাইটিভির নিরঞ্জন গোস্বামী শুভ এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের সাথে বাকবিতন্ডায় জড়ায় বাজার কমিটির লোকজন। এক পর্যায়ে বাজার কমিটির সহ সভাপতি ও বিএনপি নেতা কাউছার তালুকদারের নেতৃত্বে বাজার কমিটির লোকজন মাইকে ঘোষণা দিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দুটি ক্যামেরা, ১টি ট্রাইফয়েড ভাংচুর করে ও ১টি মোবাইল, ১টি ক্যামেরা ও ১টি ট্রাইফয়েড ছিনিয়ে নেয়। পরে আহত সাংবাদিকরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন।