কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী নারী সংগঠন মৈরা পাইবী মহিলা উন্নয়ন সংস্থা’র উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নারীর অর্থনৈতিক উন্নয়ন, ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও তনবাবুর বাড়িতে
অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, মৌলভীবাজার এর উপ পরিচালক শাহেদা আকতার।
মৈরা পাইবী মহিলা উন্নয়ন সংস্থা’র সভানেত্রী এইচ, বীনা রাণীর সভাপতিত্বে ও জোস্না রানী সিনহার সঞ্চালনায় উঠান বৈঠকে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, মণিপুরী লোক
গবেষক হামোম তনুবাবু, প্রিপ ট্রাস্ট, কমলগঞ্জ এর উপজেলা সমন্বয়কারী গোলাম রাব্বানী, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাংবাদিক আকাশ আহমেদ ও পদ্মা দেবী প্রমুখ।
মন্তব্য করুন