শাল্লায় আসন্ন রবি মৌসুমের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৪, ১:০১ পূর্বাহ্ন /
শাল্লায় আসন্ন রবি মৌসুমের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু

হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ টি ইউনিয়নের অন্তর্গত ৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ২৯ অক্টোবর মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতানের সভাপতিত্বে বিনামূল্যে রবি/২০২৪-২৫ মৌসুমের সরিষা, পেঁয়াজ, ভূট্টা, সূর্যমুখীর বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত কৃষকদেরকে কৃষি অফিসের পরামর্শ মেনে বীজ যথাযথ ভাবে বপন করার আহ্বান জানিয়ে বলেন  আপনারা রোদে পুড়ে কষ্ট করে ফসল উৎপাদন করেন, আপনারা আমাদের চালিকা শক্তি, আপনারা ভাল থাকলে আমরা ভাল থাকব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ শওকত জামিল।তিনি বলেন আমাদেরকে তেল জাতীয় ফসলের আবাদ বাড়িয়ে তেল এর আমদানি নির্ভরতা কমাতে হবে এবং আমাদের পতিত জমিকে চাষের আওতায় আনতে হবে সেখানে ভুট্টা, সরিষা, সূর্যমুখী চাষাবাদ করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহবুবুর রহমান।

উক্ত উদ্বোধনী কার্যক্রমে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভুতোষ চৌধুরী, জয়ন্ত কুমার দাস, বিধুর চন্দ্র দাস, জবা রাণী দাস, কল্যাণ ব্রুত সরকার, সুমন্ত চন্দ্র কর, সন্দীপন সরকার, রনয় চন্দ্র বিশ্বাস, মানবেন্দ্র দাস সহস্থানীয় মিডিয়া কর্মী  ও  এলাকার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায় ২৫০ জন কৃষককে প্রতি বিঘার জন্য ১ কেজি হারে সরিষা বীজ এছাড়া ২০ জন কৃষক কে  ১ কেজি হারে পেঁয়াজের বীজ, ২০ জন কৃষক কে ২ কেজি হারে ভূট্টা বীজ ও ২০ জন কৃষক কে ১ কে জি হারে সূর্যমুখী বীজ দেয়া হবে।

ভূট্টার ক্ষেত্রে প্রতি কৃষককে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও অন্যান্য ক্ষেত্রে প্রতি জনকে ১০ কেজি ডিএপি, এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে।