নূুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে তিন মাদ্রাসা ছাত্রীকে বখাটেরা উত্যক্ত করায় বখাটেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর অভিভাবক এই ব্যাপারে রবিবার মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কমলপুর হযরত শাহজালাল (রঃ) আলিম মাদ্রার ৩ জন ছাত্রী গত ৩০ অক্টোবর মাদ্রাসা ছুটির পর বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য রাস্তায় উঠলে একই এলাকার মো. রনি মিয়া, মো. সাইফুল মিয়া ও অপরিচিত আরো তিনজন তাদের পিছু নিয়ে বাজে কথা বলতে থাকে। এক পর্যায়ে সাহেব নগর মসজিদের সামনে ছাত্রীদের আটক করে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে ও কুরুচিপূর্ণ কথা বলে। এতে হয়রানির শিকার ছাত্রীরা বিষয়টি উপরে উল্লেখিত মাদ্রাসা অধ্যক্ষকে জানায়।
পরে ছাত্রীদের অভিভাবকরা ৩১ অক্টোবর রবিবার থানায় এসে এই ব্যাপারে একটি অভিযোগ দেন।
মাদ্রাসার সভাপতি আনিসুর রহমান আদিল বলেন, প্রায়ই ছাত্রীদেরকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে বখাটেরা উত্ত্যক্ত করে।
এই ব্যাপারে কাশিমনগর ফাঁড়ির এস আই বাবুল মিয়া চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন