নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ।
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৫ সেপ্টেম্বর)হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন। মাধবপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোয় আগুন দেয়াসহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পরিদর্শক মো. নাজমুল হোসেন জানান, পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে আদালত গ্রেফতার দেখিয়েছেন। উল্লেখ্য, গত ৪ আগস্ট মাধবপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রজনতার উপর হামলা, গাড়িতে আগুন, সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোয় আগুন দেয়া হয়।
এসব ঘটনায় গত ১৯ সেপ্টেম্বর উপজেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান বাদি হয়ে সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে প্রধান আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তিনি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, মাহবুব আলীর সাবেক এপিএস মোছাব্বির হোসনে বেলাল, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, ছাত্রলীগ সভাপতি আতাউস সামাদ বাবুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এদিকে ১৫ সেপ্টেম্বর মাহবুব আলীকে ঢাকার যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
মন্তব্য করুন