তেতুলিয়া প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ লিটনের পথসভায় হামলা, ইট-পাটকেল নিক্ষেপ সহ আশরাফুল ইসলাম নামে তার এক সমর্থকের মোটরসাইকেলে পুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন তিনি। গত রবিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে ভজনপুর ইউনিয়নের তেতুঁলিয়া-পঞ্চগড় মহাসড়কের ভজনপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদ লিটন গত রবিবার রাত সাড়ে ৮ টা দিকে ভজনপুর বাজারে পথসভা করছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করে ওই মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে তারা আসার আগেই পুরো মোটরসাইকেলটি পুড়ে যায়। ঘটনাটি মহাসড়কের পাশে হওয়ায় এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তারা দোষীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন। এ ঘটনায় ওই প্রার্থীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ১১ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদে ব্যালটের মাধ্যেমে ভোট গ্রহণ করা হবে।
আওয়ামীলীগের প্রার্থী হারুন অর রশিদ লিটন বলেন, আমি ভজনপুর বাসস্ট্যান্ডে পথসভা করছিলাম। এক পর্যায়ে দূর্বৃত্তরা পথসভার পেছন থেকে আমার লোকজনের উপর হামলা ও ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় তারা আমার এক সমর্থকের ওয়ালটন মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। হামলায় আমার কয়েকজন কর্মী সমর্থক আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিও আহত হয়েছি। আমরা তাদের কয়েকজনকে চিনেছি। তাদের বিরুদ্ধে তেতুঁলিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
আশরাফুল ইসলাম নামে আওয়ামী লীগ প্রার্থীর ওই সমর্থক জানান, রবিবার রাতে ভজনপুর বাসস্ট্যান্ড এলাকায় আমার ওয়ালটন মোটরসাইকেলটি রেখে নৌকা মার্কার পথসভা শুনছিলাম। এসময় কিছু লোক সেখানে হামলা করে। পরে তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। তবে সেটি যে আমার মোটরসাইকেল ছিল তা বুঝতে পারিনি আমি। পরে আমি সেখানে গেলেও আর মোটরসাইকেলের আগুন নেভানো সম্ভব হয়নি। এসময় পুরো মোটরসাইকেলটি পুড়ে যায়। আমি এ ঘটনার দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি।
তেঁতুলিয়া থানার ওসি আবু সায়েম মিয়া বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে আমরা তদন্তে নেমেছি। আশা করি শিগগিরই এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, কারা এই ঘটনার সাথে জড়িত আমরা তাদের সনাক্ত করার চেষ্টা করছি। যারা এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবেন বলে জানান। খাদেমুল ইসলাম
মন্তব্য করুন