হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
জাতীয় যুব দিবস২০২১ উপলক্ষে শোভা যাত্রা শেষে ১লা নভেম্বর সোমবার শাল্লা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“দক্ষ যুব সমৃদ্ধ দেশ’
বঙ্গবন্ধুর বাংলাদেশ”
এ প্রতিপাদ্য কে সামনে রেখে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন একটা দেশের যুব সমাজ দেশের উন্নয়নের মূল মন্ত্র, যে দেশের যুব সমাজ যত উন্নত সে দেশ তত উন্নত।
দেশের যুব সমাজ কে বুঝা না বানিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে, তাহলেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব।
সমাজ, রাষ্ট্র কে এগিয়ে নিতে হলে, সোনার বাংলাদেশ গড়তে দক্ষ যুব সমাজের বিকল্প নেই। যুবকরা চাকুরি করবে না বরং তারা চাকুরি দেবে, তাদেরকে হাঁস- মুরগি, গরু,ছাগল, কম্পিউটার, সেলাই মেশিন, মৎস্য, ব্লক বাটিক, সহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে।
শাল্লা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পেয়ার আহমেদের সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ দিপু রঞ্জন দাস।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মৎস্য প্রশিক্ষণ প্রাপ্ত যুবক ইকবাল তালুকদার। আলোচনা সভায় প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতী সহ স্থানীয় প্রমূখ লোক জন উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :