ষ্টাপ রিপোর্টার।।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিপ্লব ঘটিয়েছেন সব্জি চাষী রহুল আমিন। উপজেলার জামালপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে রুহুল আমিন ১৪০ শতক জমিনে টমেটো, ১২০ শতক জমিনে গইটা,৬০ শতক জমিনে মিষ্টি লাউ,৬০ শতক জমিনে খিরা চাষ করেছেন। আগাম সব্জি চাষে গইটা,টমেটো ও খিরার ভাল ফলন হয়েছে। তিনি কৃষি বিভাগের কোন প্রশিক্ষন পাননি। বানিয়াচং কৃষি বিভাগ কোন খুঁজ ও নেন নাই। রুহুল আমিন জানান কৃষি বিভাগ কোন প্রকার সহযোগিতা করেননি। তার মতে কৃষি বিভাগ সহযোগিতা করলে ফলন বেশী ও খরচকম হতো। এলাকাবাসী জানান কোন কৃষি অফিসার এ পর্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি। কেউ কেউ প্রশ্ন ছুড়েন তাদের কাজ কি? রুহুল আমিন জানান কৃষি বিভাগে সহযোগিতা করলে তিনি সব্জি চাষে বিপ্লব ঘটাবেন। দায়িত্বরত কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি দেখবেন বলে জানান
মন্তব্য করুন