হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২১, ১২:২৮ পূর্বাহ্ন /
হবিগঞ্জে  পানিতে ডুবে শিশুর মৃত্যু

নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে॥

হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামে ইশরাত জাহান (৩) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের মোশাহিদ মিয়ার কন্যা।  শুক্রবার দুপুরে বাড়ির উঠানে খেলার সময় অসাবধনতাবশত পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর তার দেহ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।