ঝিকরগাছায় বিদেশী পিস্তল, ককটেলসহ এক সন্ত্রাসী আটক


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২১, ১২:০১ পূর্বাহ্ন /
ঝিকরগাছায় বিদেশী পিস্তল, ককটেলসহ এক সন্ত্রাসী আটক

আঃজলিল যশোরঃ

যশোরের ঝিকরগাছা থেকে একটি বিদেশে পিস্তল, সাতটি ককটেলসহ নূর মোহাম্মদ (৩৪) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ সদস্যরা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে শিমুলিয়া ইউনিয়নের আজিমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নুর মোহাম্মদ ঝিকরগাছা উপজেলার আজিমপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
র‌্যাব সুত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ (সদর কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল ঝিকরগাছা থানাধীন আজিমপুর গ্রামস্থ সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান মোড়লের বাড়ীতে অভিযান পরিচালনা করে।এসময় নূর মোহাম্মদকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, সাতটি ককটেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।