শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সহযোগীতায় ভাটি বাংলা কলেজের শিক্ষার্থী সুইটি রানী দাসের ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বিকাশের মাধ্যমে প্রতারণা করে সুইটি রানী দাসের মোবাইল থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক মামুনুর রশিদ।মামুনুরের বাড়ি নোয়াখালী জেলার সোনামুরী উপজেলায়।
গত ২১ অক্টোবরে সুইটি রানী দাস শাল্লা থানায় এসে পুলিশকে অবগত করলে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিকাশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সোনামুরী থানার পুলিশের সহযোগীতায় প্রতারকের কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করেন। ২৪ অক্টোবর রবিবার দুপুর ১২ টায় হবিবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল ও অত্র ইউপি সদস্য বিশ্বরুপ দাসের উপস্থিতিতে কলেজ শিক্ষার্থী ও তার মায়ের কাছে টাকা তুলে দেন শাল্লা থানা অফিসার ইনচার্জ।
শাল্লা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতারক মামুনুর রশিদ কলেজ ছাত্রীর মোবাইল ফোনে শিক্ষাবোর্ডের লোক পরিচয় দিয়ে বিকাশ থেকে ২৫ হাজার টাকা প্রতারণা করে ছিনিয়ে নেয়। পরে থানায় এসে অবগত করলে বিকাশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে লোকেশন চিহ্নিত করে সেই থানার পুলিশের সহযোগীতায় টাকাগুলো উদ্ধার করে শিক্ষার্থীর অভিভাবকের হাতে তুলে দেয়া হয়েছে।
মন্তব্য করুন