হাবিবুর রহমান হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকেঃ
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান বলেছেন, শেখ হাসিনার শাসনামলে দেশে উন্নয়ন হচ্ছে, মানুষ ভালভাবে চলতে পারছে, আরাম আয়েশে থাকছে, আজ দেশে কোন অভাব নেই, শেখ হাসিনার দক্ষতা নিয়ে সারা বিশ্বে দেশের সুনাম ছড়িয়ে পড়েছে।
যারা জাতির বিরুদ্ধে যুদ্ধ করছে তারাই আজ দেশে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করছে, একাত্তরের পরাজিত শক্তি আজ ঐক্যবদ্ধ হচ্ছে, তারা দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্থ করতে চাইছে।
এই সুনামগঞ্জে জন্ম নিয়েছে হাছন রাজা, রাধা রমন, শাহ আব্দুল করিম যাদের গান আমাদের হৃদয়ে অসাম্প্রদায়িকতার স্বর সৃষ্টি করে, এখানে জন্ম নিয়েছে আব্দূস সামাদ আজাদ, সুরঞ্জিত সেন গুপ্তের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা অতীতের ন্যায় হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই, আমরা অসাম্প্রদায়িক চাই।
২৪ অক্টোবর রবিবার ১টায় শাল্লা সরকারি ডিগ্রি কলেজ মাঠে শাল্লা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাল্লা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ বিধু ভূষণ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন।
সম্প্রীতি সমাবেশে দিরাই শাল্লা মাটি ও মানুষের নেত্রী ড.জয়া সেন গুপ্তা অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় উনার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।
উক্ত সম্প্রীতি সমাবেশে আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ছাত্তার মিয়া, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হাসান চৌধুরী, এ্যাডভোকেট সুহেল আহমদ, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস, বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, শাল্লা উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি কাজল কান্তি চৌধুরী, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অজয় তালুকদার।
এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীগণ, স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের প্রমূখ নেতাকর্মী সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন