আঁধার কেটে আলো আসবেই’ এই স্লােগানে সিলেট বন্ধু সভার মোমবাতি প্রজ্জ্বলন


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২১, ১১:৫৫ অপরাহ্ন /
আঁধার কেটে আলো আসবেই’ এই স্লােগানে  সিলেট বন্ধু সভার মোমবাতি প্রজ্জ্বলন

সিলেট প্রতিনিধিঃ

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে সিলেট বন্ধুসভার সদস্যদের উদ্যোগে মোমবা‌তি প্রজ্জ্বলন অনু‌ষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ অক্টোবর সন্ধ‌্যা ছয়টায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূ‌চি পালিত হয়।

আঁধার কেটে আলো আসবেই-স্লােগানে সিলেট শহীদ মিনার প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জ্বলন করেন সিলেট বন্ধু সভার সদস‌্যরা। কর্মসূচির মাধ্যমে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মালম্বীদের পূজামণ্ডপ, ঘরবাড়িতে হামলার প্রতিবাদ জানানো হয়।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম, সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস, অর্থ সম্পাদক অনিক চন্দ্র পাল, নারী বিষয়ক সম্পাদক হুমাইরা জাকিয়া পুতুল, দপ্তর সম্পাদক দেব রায় সৌমেন, বন্ধু সমীর বৈষ্ণব, রেজভী সিদ্দিকা, শাম্মী আকতার, দ্বিপান্বিতা সেন, ফারিয়া খান, রাহুল রাজনাথ প্রমুখ।