নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে।।
হবিগঞ্জের লাখাইয়ে অভিযান চালিয়ে র্যাব ২ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
বুধবার রাত সাতটার দিকে লাখাই থানার বাসষ্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. জীবন আহম্মেদ (২০) ও মো. লাউস মিয়া (৪৫)।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে লাখাই থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। অভিযানে র্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
মন্তব্য করুন