মোঃ খাদেমুল ইসলাম,পঞ্চগড় ।।
সারা দিনের টানা বৃষ্টি পাতে সূর্যের দেখা মেলেনি পঞ্চগড়ে । এতে বিপাকে পড়েছে দিনমজুর ও শ্রমজীবী মানুষেরা । (১৭-অক্টোবর) রবিবার থেকে বৃষ্টি শুরু হলেও মঙ্গলবার দিবাগত রাত থেকে জেলাব্যাপী টানা বৃষ্টি পড়ছে । সুর্যের দেখা পাওয়া তো দূরের কথা বৃষ্টিপাতের ফলে অনেকেই ঘর থেকে বের হতে পারেননি । অন্ধকারাছন্ন মেঘলা আকাশ ও টানা বৃষ্টিপাতের ফলে কর্মহীন দিনমজুর , খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ।প্রচারণায় ব্যাঘাত সৃষ্টি হয়েছে তেঁতুলিয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ।
নতুন করে টানা বৃষ্টি পাতে ফসলি জমি ও পুকুর পানিতে পরিপূর্ণ হয়েছে । এতে শীতকালীন আগাম জাতের শাকসবজি সহ এ জাতীয় বিভিন্ন প্রকারের ফসলের অনেক ক্ষতি হয়েছে । আমন ধানের ক্ষতি হয়েছে অনেক । অনেক মৎস্য চাষীরাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে । স্থানীয় কৃষক মোঃ জুয়েল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন , আমি এক একর জমিতে মুলা চাষ করেছি কয়েকদিনের টানা বৃষ্টি পাতে গাছে পচন ধরেছে ফলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি । আমার মতো সিম, লাউ সহ এ জাতীয় ফসলের চাষাবাদ যারা করেছে প্রায় কমবেশি সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
মোঃ আরমান হোসেন বলেন কয়েকদিনের বৃষ্টিপাতে পুকুরের পানি উপচে পড়ায় পুকুরের মাছ বেরিয়ে গেছে । নতুন করে বৃষ্টিতে পুকুরের পানি উপচে পড়বে ধারণা করতে পারিনি । মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি রিক্সা চালাই দুদিন ধরে রিক্সা বের করতে পারিনি পরশুদিন বাড়ি থেকে বের হওয়ার পর বৃষ্টি শুরু হলে পুনরায় বাড়ি ফিরে আসি । আজকে সারাদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে গেছে । দৈনিক আয় থেকে সংসার চলে দুদিন ধরে রিক্সা বন্ধ থাকায় বেশ অসুবিধায় পড়েছি । মোঃ আব্দুল্লাহ বলেন , আমি একটি কোম্পানিতে চাকরি করি গতকাল বৃষ্টিতে ভিজে জ্বর ও সর্দি শুরু হয়েছে তাই আজকে আর বাড়ি থেকে বের হতে পারিনি । বাজারে এসেছি ঔষধ কেনার জন্য । তবে বৃষ্টি উপেক্ষা করে অনেকেই কাজ করতে বেরিয়ে পড়লেও টানা বৃষ্টিপাতের কারণে পুনরায় ঘরে ফিরতে বাধ্য হয়েছেন তারা । তেতুলিয়া মহানন্দা নদীতে যেখানে হাজার হাজার মানুষ পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আজকে প্রায় পুরো নদীছিল ফাঁকা । এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, ভারতে সৃষ্ট লঘুচাপের ফলে বঙ্গোপসাগরে মাঝারি ধরনের মৌশুমি বায়ু সক্রিয় রয়েছে । আকাশে মেঘ জমেছে এবং বৃষ্টিপাত হচ্ছে । আগামী ২১/২২ অক্টোবর এর পর থেকে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করতে পারে ।
মন্তব্য করুন