আবু সায়েম আকন, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝালকাঠির গোয়েন্দা সংস্থার(ডিবি) সদস্যরা।
গ্রেপ্তারকৃত ব্যবসায়ী মো. রেজাউল করিম টুটুল (৩৫) উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে।
রবিবার রাতে উপজেলার দক্ষিন রাজাপুর বলাইবাড়ি নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় উতল্লাশী করে তার কাছ থেকে দুইশগ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করে ডিবি।
বিষয়টি পুলিশ পরিদর্শক মো. মাঈনউদ্দিন নিশ্চিত করে বলেন, রাজাপুর থানায় রেজাউল করিম টুটুলের বিরুদ্ধে রবিবার রাতে একটি মামলা রুজু করে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :