সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস পল্লী গ্রামে প্রতিপক্ষের একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহতের নাম মো. লালু মিয়া(৪০)। তিনি জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের মৃত ওয়ারিশ আলীর ছেলে এবংগুরুতর আহত হলেন একই গ্রামের মো. আমির আলীর ছেলে মো. হেলাল মিয়া(৪০)। রোবরার বিকেল ৫ টায় সংঘর্ষে এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানায়, জয়কলস গ্রামের প্রতিপক্ষ শহীদ মিয়া গংদের সাথে লালু মিয়া ও আমির আলী গংদের বিরোধ চলছিল এরই জেরে আজ বিকেলে জয়কলস পয়েন্টে লালু মিয়ার লোকজন হরন বাজালে প্রতিপক্ষ শহীদ মিয়া গংরা বাধা দেয় এবং এক পর্যায়ে শহীদ মিয়ার লোকজন লালু মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্হলেই মারা যান এবং তার সাথের হেলাল মিয়া গুরুতর আঃত হলে তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান উজানীগাও গ্রামের সমাজসেবক মো. নজরুল মিয়া।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মন্তব্য করুন