হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেবের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে


Nazrul Islam প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৩, ৭:২০ অপরাহ্ন /
হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেবের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে

মহিবুর রহমান মুকুল, কমলগঞ্জ থেকে ll

কমলগঞ্জ কওমি মাদরাসা উন্নয়ন পরিষদের সভাপতি, পতনউষার মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, জামেয়া দারুল হাদীস মুন্সীবাজার এর সাবেক মুহতামিম, সিদ্ধেশ্বরপুর জামে মসজিদ এর সাবেক পেশ ইমাম এবং সিদ্ধেশ্বরপুর সাজেদা-বারী নূর জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা আব্দুল গাফফার সাহেব, অদ্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

তিনি গত এক সপ্তাহ ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ জণিত কারণে প্রথমে সিলেট মাউন্ট এডোরা হাসপাতাল এবং ইন্তেকালের পূর্ব পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ ছিলেন। আজ বেলা ২.৩০ মিনিটের সময় মাদ্রাসা সংলগ্ন মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান শ্রদ্ধেয় হুজুরকে শেষ শ্রদ্ধা জানান।

আল্লাহ পাক রাব্বুল আল আমিন যেনো হযরতকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে এ শোক সহিবার ধৈর্য ধারণের তৌফিক দান করেন।

আমীন।