তেতুলিয়া প্রতিনিধি
পঞ্চগড় জেলায় তেতুলিয়া উপজেলার ৭ টি ইউনিয়নের গুরুত্বপুর্ন হাট বাজারের সড়কের মোড়ে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়াই যত্রতত্র বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম এলপি গ্যাসের সিলিন্ডার, পেট্রোলসহ বিভিন্ন দাহ্য পদার্থ। বেশিভাগ দোকান বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্সা বিহীন এ ব্যবসা করছে।
এলপি সিলিন্ডার এখন পাড়া মহল্লা মুদি দোকানেও পাওয়া য়ায়। এসব দোকানের অনেকের ট্রেড লাইসেন্স নেই। গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমোদন নেই। অথচ যত্রতত্র বেচাকেনাও হয়। এ সব দোকানে নেই আগুন নির্বাপক যন্ত্র। বড় কোন দুর্ঘটনা ঘটলে প্রতিকারের কোন ব্যবস্থা নেই। ফলে যে কোন সময় প্রানহানির ঘটনা ঘটতে পারে। এদিকে অবৈধ এলপিজি গ্যাস বিক্রি রোধে উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করিবেন বলে সচেতন মহল এমনটা প্রত্যাশা করেন। জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫২ ধারা অনুযায়ী সেবা গ্রহীতার জীবনের নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কোন কাজ করলে তিন বছরের জেল কারাদন্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদন্ডিত হতে বিধান রয়েছে। কিন্তু ঝুকিপুর্ন এ জ্বালানি সঠিক ভাবে রক্ষনাবেক্ষন না করে পরিদপ্তরের কাগজ পত্র বা লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিক্রি করছে। এ ব্যাপারে তেতুলিয়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের নুরুল ইসলামের মুটোফোনে যোগাযোগ করে বৈধ গ্যাস সিলিন্ডারের দোকানের সংখ্যা কত এবং তাদের পরিদর্শন করা হয় কি না জানতে চাইলে কোন সন্তোষজনক জবাব দিতে পারেননি। তবে বিষয়গুলো তাদের নজরে রয়েছে বলে তিনি দাবী করেন। অপর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স বা বৈধ কাগজ পত্র কারো নেই।
মন্তব্য করুন