নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ থেকে॥
তৃতীয় দফায় আগামী ২৮ নভেম্বর হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ও নবীগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার কমিশন সভা শেষে বিফ্রিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব হুমায়ূন কবীর খোন্দকার।
ব্রিফিংকালে কমিশন সচিব জানান, তৃতীয় দফায় ভোটের মনোনয়পত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ নভেম্বর। ৩১টি ইউনিয়নে ইভিএমে ভোট হবে। তৃতীয় দফা নির্বাচনে হবিগঞ্জ জেলার দু’টি উপজেলার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে হবিগঞ্জ সদর উপজেলার ১নং লোকড়া, ২নং রিচি, ৩নং তেঘরিয়া, ৪নং পইল, ৫নং গোপায়া, ৬নং রাজিউড়া, ৭নং নিজামপুর ও ৮নং লস্করপুর ইউনিয়নে। এবং নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম), ২নং বড় ভাকৈর (পূর্ব), ৩নং ইনাতগঞ্জ, ৪নং দীঘলবাক, ৫নং আউশকান্দি, ৬নং কুর্শি, ৭নং করগাও, ৮নং নবীগঞ্জ সদর, ৯নং বাউশা, ১০নং দেবপাড়া, ১১নং গজনাইপুর, ১২নং কালিয়ারভাঙ্গা ও ১৩নং পানিউম্দা ইউনিয়নে।
কমিশন সচিব জানান, দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে সাড়ে ৪ হাজার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকিগুলো মামলা জটিলতার কারণে নির্বাচন আটকে রয়েছে।
ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়নে ভোট হবে আগামী ১১ নভেম্বর। আর তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ১০০৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন