মাহাদি হাসান, স্টাফ রিপোর্টারঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে থাকতে পোল্যান্ডের বিভিন্ন শহরে মিছিল করেছেন অনেক মানুষ৷ ইইউ আইনের চেয়ে পোলিশ আইন অগ্রাধিকার পাবে, পোল্যান্ডের সাংবিধানিক আদালতের এমন এক রায়ের পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়৷
ওয়ারশ, ক্রাকাও এবং পোজনানের মতো পোল্যান্ডের বড় বড় শহরগুলোতে রবিবার আয়োজিত সমাবেশ থেকে ইইউ সদস্যপদ ধরে রাখার পক্ষে মত জানানো হয়৷
পোলিশ রাজধানীর ঐতিহাসিক ক্যাসেল স্কয়ারে সমবেত বিক্ষোভকারীদের দেশটির এবং ইইউ’র পতাকা ওড়াতে দেখা গেছে৷ তারা সমবেত স্বরে জাতীয় সংগীত গেয়েছেন এবং ‘‘আমরা থাকবো” ও ‘‘আমরা ইউরোপ!” স্লোগান দিয়েছেন৷
প্রসঙ্গত, পোল্যান্ডের সাংবিধানিক আদালত সম্প্রতি রায় দেন যে কিছু ক্ষেত্রে ইইউ আইনের চেয়ে পোলিশ আইন অগ্রাধিকার পাবে৷
ওয়ারশতে থাকা ডয়চে ভেলে প্রতিনিধি জেক প্যারোক বলেন, ‘‘প্রতিবাদকারীরা একটি পরিষ্কার বার্তা দিয়েছেন৷ তাহচ্ছে তারা ইইউতে থাকতে চান৷”
অনেক প্রতিবাদকারী প্যারোকের কাছে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে সন্তানরা ভবিষ্যতে ইউরোপীয় জোটটির বাইরে বড় হবে বলে আশঙ্কায় রয়েছেন তারা৷
প্যারোক বলেন, ‘‘২০০৩ সালে যখন পোল্যান্ড ইইউতে যোগ দেয়ার জন্য প্রয়োজনীয় চুক্তিতে স্বাক্ষর করেছিল, তখনও এই স্কয়ারে একইরকম চিত্র ছিল৷ তখনও এভাবে ইইউ এর পতাকা ওড়ানো হয়েছিল৷ তবে পার্থক্যটা হচ্ছে তখন মানুষ উচ্ছ্বসিত হয়ে সমবেত হয়েছিল, আর এবার তারা সমবেত হয়েছে উদ্বেগ থেকে৷ প্রতিবাদকারীদের দাবি হচ্ছে দেশটির সরকার যাতে কিছুক্ষেত্রে ইইউ আইনের চেয়ে পোলিশ সংবিধানকে অগ্রাধিকার দেয়ার বিষয়টি থেকে সরে আসে৷”
উল্লেখ্য, বিচার বিভাগের সংস্কারসহ কয়েকটি ইস্যু নিয়ে গত কয়েকবছর ধরে ব্রাসেলসের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে ওয়ারশ’র৷ দেশটির এধরনের সিদ্ধান্ত ইইউ’র নীতি লঙ্ঘন করে করা হচ্ছে বলে মত দিয়েছেন ইউরোপের বিচার আদালতও৷ পোল্যান্ডের বিরোধী দলও রবিবারের সমাবেশে অংশ নিয়েছে৷
মন্তব্য করুন