নূরুজ্জামান ফারুকী , হবিগঞ্জ ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের অদম্য অগ্রযাত্রায়। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে স্কাউটিং এর কোন বিকল্প নাই। নিজস্ব অর্থায়নে দেশে পদ্মাসেতু, কর্নফুলী টানেলসহ অন্যান্য স্থাপনা নির্মান কাজ উন্নত বিশ্বের রোল মডেল এখন বাংলাদেশ। উন্নয়নের এই ধারাবাহিকতা রা ও সুন্দর সুশৃংখল সমাজ গঠনে শিকদের ভূমিকা অপরিসীম। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্কাউটিং কমিটির উদ্যোগে ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা স্কাউটিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং স্কাউট লিডার আলী আমজাদ মিলন ও মোঃ রুবেল মিয়ার যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক বিজেন ব্যনার্জী, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ডাঃ আফজল হোসেন, নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাদেক হোসেন, রিচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কামাল উদ্দিন। বক্তব্য রাখেন, নবীগঞ্জ জে, কে সরকারি উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রধান শিক্ষক রাহেলা খানম, গাজী মোহাম্মদ খালেদ, স্কাউট নেতা মাহমুদ প্রমুখ। এ সময় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রাইমারী স্কুল, হাইস্কুল ও মাদ্রাসার স্কাউট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরন করেন স্কাউট নেতৃবৃন্দ। পরে সকল অতিথিদেরকে নবীগঞ্জ উপজেলা স্কাউটের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
মন্তব্য করুন