হবিগঞ্জে বাস চাপায় স্কুল ছাএ নিহত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২১, ১২:১১ পূর্বাহ্ন /
হবিগঞ্জে বাস চাপায় স্কুল ছাএ নিহত

নূরুজ্জামান ফারুকী, হবিগঞ্জ:: হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় মায়ের সামনে তার পুত্র সোয়েব মিয়া (১০) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশু সোয়েব উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে ও স্থানীয় একটি ব্রাক স্কুলের ২য় শ্রেণীর ছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তার মায়ের সাথে দ্বিগাম্বর বাজারের রাস্তা পারাপার হচ্ছিল। ওই সময় সিলেট গামী একটি ইউনাইটেড পরিবহন তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।

বাহুবল মডেল থানার ওসি তদন্ত আলমগির কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে।