নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন পরিষদের বহুল আলোচিত সমালোচিত চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে
অতি দরিদ্রের জন্য কর্মস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের ২৮ লক্ষ ৬৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে৷
গত রবিবার শ্রমিকদের ২৮ লক্ষ ৬৪ হাজার টাকা আত্মসাৎ এর অভিযোগ এনে হবিগঞ্জ জেলা প্রশাসক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছরন, ভুক্তভোগী একই ইউনিয়নের মুহিবুর রহমান নামের এক ব্যক্তি সহ আরো কয়েকজন।
অভিযোগে জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়ন প্রকল্প বাস্তবায়ন নীতি মালার বিপরীতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্ব-উদ্দ্যোগে অতি দরিদ্রের জন্য কর্মস্থান ব্যবস্থা গ্রহন করে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প চালু করা হয়। উক্ত প্রকল্পটি বাংলাদেশের বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়ন হচ্ছে। কিন্তু নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও তার লোকজন মিলে শ্রমিকদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপি ১পাতা, পাসপোর্ট সাইজের ৩কপি ছবি নিয়ে (ইজিপিপি)র তালিকা তৈরী করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে (পিআইও) অফিসে জমা দিয়ে আউশকান্দি সোনালি ব্যাংক শাখায় প্রতি শ্রমিকদের নামে হিসাব খোলা হয়।
গত ২০১৬/২০১৭/২০১৮/২০১৯/২০২০ অর্থ বছরের শ্রমিকদের দিয়ে মাঠে কাজ না করিয়ে ও ১ম পর্যায়ে ৪০ দিনের বিল ও ২য় দাপে ৪০ দিনের বিল
১৭৯জন শ্রমিকদের ব্যাংকে না নিয়ে ব্যাংকের ব্যবস্থাপকে বড় অংকের টাকা দিয়ে বিল উত্তোলন করে প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদক। এবং ১৭৯জন শ্রমিককে প্রকল্পের আওতায় নিয়োগ দিয়ে চেক বই ও শ্রমিকদের কার্ড চেয়ারম্যান এর কাছে রেখে কাজ থেকে বঞ্চিত করে নাম মাত্র কাজ দেখিয়ে সোনালী ব্যাংক থেকে চেক পাতায় জ্বাল স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন বলেও অভিযোগে উল্লেখ ।
এছাড়াও স্থাবর সম্পত্তির ১% আয়, এ.ডি.পি, কাবিখা/কাবিটা, টিয়ার, টেক্স/ট্রেড লাইসেন্স এর আয়, বয়ষ্ক বাতা/বিধবা ভাতা/পঙ্গু ভাতা, জিয়ার, বি,জি,এম, বি.জি.টি, খাদ্য বান্ধব, প্রধান মন্ত্রীর করেনা কালীন ২৫০০টাকা, নিজ গ্রাম হইতে নিজস্ব শ্রমিক নিয়োগ ও ভুয়া প্রকল্প তৈরি সহ বিভিন্ন খাতে অনিয়ম, দূর্নীতি ও স্বজনপ্রিতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিলেও কাজের কাজ কিছু না হওয়াতে গত রবিবার আবারো হবিগঞ্জ জেলা প্রশাসক সহ আরো প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন, আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের সুবিধাভোগী অসহায় মুহিবুর রহমান সহ আরো কয়েকজন।
এব্যাপারে চেয়ারম্যান মহিবুর রহমান হারুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি৷
এব্যাপারে তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল৷
মন্তব্য করুন