নূরুজ্জামান ফারুকী, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জ উপজেলার প্রয়াত প্রবীন সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ অক্টোবর) বাদ আছর নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের উদ্যোগে নবীগঞ্জ শহরতলীর দারুল উলুম মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদের কবর জিয়ারত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মাহবুবুর রহমান ও কবর জিয়ারত পরিচালনা করেন মাওলানা গৌউস আহমেদ ।দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শিরনি বিতরণ করা হয়।
দোয়া মাহফিল ও কবর জিয়ারতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সহসভাপতি আশাহিদ আলী আশা, সিনিয়র সাংবাদিক আবু তালেব, নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য এম এ মুহিত, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি নাবিদ মিয়া, বর্তমান সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক আলাল মিয়া, দৈনিক আমার হবিগঞ্জের প্রতিনিধি তাজুল ইসলাম, মোফাজ্জল ইসলাম সজিব, শফিকুল ইসলাম নাহিদ, মো. জাফরসহ আরও অনেকেই।
উল্লেখ্য, সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদ ২০১৮ সালের (২ অক্টোবর) বিকেল সোয়া ৩টায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (৩ অক্টোবর) সকাল সোয়া ১০টায় হালিতলা জামে মসজিদের মাঠে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়।
সাংবাদিক আব্দুল কাইয়ুম আজাদ হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য, নবীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতার পাশাপাশি সভাপতির দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি জাতীয় দৈনিক এশিয়ার সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।
মন্তব্য করুন