চুনারুঘাটের মুড়ারবন্দ মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন ফারুক আহমদ চৌধুরী


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২১, ১২:০৭ পূর্বাহ্ন /
চুনারুঘাটের মুড়ারবন্দ মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন ফারুক আহমদ চৌধুরী
হবিগঞ্জ প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার ৬নং চুনারুঘাট সদর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান হিসাবে ইউনিয়নের প্রথম চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন নোমান চৌধুরী’র সুযোগ্য ভাতিজা হাফেজ মাওলানা ফারুক আহমদ চৌধুরী নির্দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসাবে এলাকার স্বনামধন্য ওলি হযরত সৈয়দ সরফুল হাসান দুধামিয়া (রহ.), সৈয়দ নাসিরুদ্দিন সিপাহশালা (রহ.)’র মাজার, তার চাচা আলহাজ্ব আবুল হোসেন নোমান চৌধুরী ও দাদা হিরা মিয়া চৌধুরী, চাচাতো ভাই এডভোকেট নজীবুর রহমান চৌধুরী কছির মিয়া’র মুড়ারবন্দ দরগাহ শরীফস্থ কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা ও জনসংযোগ শুরু করেন। গণসংযোগের আগে ফারুক আহমদ চৌধুরী চুনারুঘাট সদর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান এর সাথে নির্বাচন নিয়ে মতবিনিময় করেন। তার নির্বাচনী প্রচারে অংশ নিয়ে গ্রামের বিশিষ্ট মুরুব্বি ইঞ্জিনিয়ার সালেহ আকবর তাকে অভিনন্দন জানিয়ে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, হাফেজ মাওলানা এলাকায় একজন সজ্জন এবং আলেমে দ্বীন হিসাবে পরিচিত। হাফেজ মাওলানা ফারুক আহমদ চৌধুরী বলেন, তিনি এলাকার চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকায় শিক্ষা, প্রযুক্তি, ক্রীড়া, যোগাযোগ ব্যবস্থার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ব্যাপক ভূমিকা পালন করবেন।ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা পরিচালনায়ও ব্যাপক ভূমিকা রাখবেন। গ্রামীণ আদালতকে কার্যকর ও শক্তিশালী করতে দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করে ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
তার নির্বাচনী প্রচারণায় এলাকাবাসীর মনে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা যায়। যেখানেই যাচ্ছেন সেখানে জনগণ তাকে আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং বুকে টেনে নিচ্ছেন। চুনারুঘাট ৬নং সদর ইউনিয়নের তরুণ ও সুশীল সমাজের বেশকয়জনের সাথে কথা বলে জানাযায় , ফারুক আহমদ চৌধুরী একজন পরিচ্ছন্ন মানুষ। তিনি নির্বাচিত হলে আধুনিক ও নান্দনিক ইউনিয়ন পরিষদ উপহার দিতে পারবেন। সব বয়সের মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক থাকায় এলাকাভিত্তিক যেকোনো সমস্যা দ্রুত সমাধান তার পক্ষে সম্ভব।