কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২১, ১১:৫৩ অপরাহ্ন /
কমলগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার)  প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের যোগিবিল চৌমুহনায় মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় তাজ উদ্দীন (২৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে একই ইউনিয়নের চিৎরিয়া গ্রামের শামছু মিয়ার ছেলে। সে সুনছড়ার চা বাগানের একজন ব্যবসায়ী। ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় এ দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, রাত সাড়ে ১০টায় ব্যবসায়ী তাজ উদ্দীন তার মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যোগিবিল গ্রামে যাচ্ছিল যোগিবিল চৌমুহনা এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কধারের গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক ভাবে সিলেট এম এ জি ওসমানী মেডিক্রাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে রাত ১টায় তার মৃত্যুু হয়।