ডেস্ক রিপোর্টঃ নকশাল বাড়ি সশস্ত্র আন্দোলনকে পর্দায় তুলে ধরার ঘোষণা দিয়েছেন ভারতীয় চিত্র পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। যেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলিউডের নওয়াজুদ্দিন সিদ্দিকি ও বাংলাদেশের জয়া আহসানকে। নকশাল নেতা চারু মজুমদার ও তার স্ত্রী লীলা মজুমদারের ভূমিকায় অভিনয় করবেন তারা।
আরো পড়ুনঃ তালেবানের সঙ্গে যোগাযোগ রাখতে সম্মত চীন, রাশিয়া ও পাকিস্তান
বস্তুত, বিতর্কিত রুনু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ অবলম্বনেই তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ। পরিচালক জানান, বিতর্কিত পুলিশ অফিসারের চোখ দিয়েই দেখানো হবে গোটা সিরিজ। রুনু গুহ নিয়োগীর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে। এছাড়াও প্রাথমিক কথা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। তিনি থাক বেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায়। শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছে চারু মজুমদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে। এছাড়া জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিকভাবে ভাবা হয়েছে পরেশ রাওয়াল ও বোমান ইরানির কথা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি পর্বে দেখানো হবে এই সিরিজ। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় তৈরি হবে এটি।
তবে ওয়েব সিরিজে ইতিহাস বিকৃতি করা হচ্ছে বলে অভিযোগ এনেছেন চারু মজুমদার-পুত্র অভিজিৎ। বিতর্কিত পুলিশ কর্তার এই বই প্রকাশের পরেও বেশ বিতর্ক হয়েছিল। পরে সমাজকর্মীদের উদ্যোগে এই বইয়ের পাল্টা ‘সাদা রুনু, কালো রুনু’ নামের একটি বই প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনাও শুরু হয়েছে।
মন্তব্য করুন