খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে
দেশের সর্বোউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত দর্জিপাড়া গ্রামে শিশু স্বর্ণ ফাউন্ডেশনের একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা,ফ্রি চক্ষু শিবির ক্যাম্প, ও শীত বস্ত্র বিতরন করা হয়েছে।সে সময়ে অনুষ্টানটি সার্বিক সহযোগীতা করেন রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন ও কৃতজ্ঞতা বীকন ফার্মাসিউটিক্যালস ছিলেন। ফ্রি চক্ষু শিবির আলোচনা সভায়
দর্জিপাড়া শিশুস্বর্গ ফাউন্ডেশনের আয়োজনে শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তেতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে খন্দকার সামসুজ্জোহা নিয়াজিদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও শিশু স্বর্গ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ কায়কোবাদ সভার শুভ উদ্বেধন ঘোষনা করেন।
বিশেষ অতিথি হিসেবে যুগ্ন সচিব পরিচালক বাংলাদেশ বিনিয়োগ মন্ত্রানালয়,কাজী আবু তাহের,উপ সচিব স্থানিয় সরকার ও পল্লি উন্নয়নের একে এম মিজানুর রহমান,উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদার রহমান ডাবলু, উপজেলা জাতীয় পাট্রির সভাপতি সমাজ সেবক মোকলেছুর রহমান,শিক্ষক আতাউর রহমান, শিশুস্বর্গের পরিচালক কবীর আকন্দসহ বিশিষ্ট অতিথিবৃন্দ। অনুষ্ঠান সভায় প্রধান অতিথি সীমান্তবর্তী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সুবিধা-বঞ্চিত হাজারো মানুষের মধ্যে ফ্রি চক্ষু সেবা ও শিশুদের মাঝে শীত বস্ত্র উপহার হিসেবে তুলে দেন।
মন্তব্য করুন