র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকা থেকে ১ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ একজনকে পেশাদার মাদক ব্যবসায়ী সন্দেহে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল চারটার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত ‘সুশান ফিলিং স্ট্যান্ড’ এর সামনে ঢাকা-সিলেট গামী পাকা সড়কের উপর অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ১ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে র্যাব। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. কবির (৪৯)। তিনি কুমিল্লা বাগিচাগাঁও গ্রামের মৃত শাখাওয়াত উল্লাহর ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ আসামিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
মন্তব্য করুন