সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে করোনা সংক্রমণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত উপজেলার শতাধিক অসহায়, দুস্থ, হতদরিদ্র পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ ও উপ সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল ও পরাগ হায়দারের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় হতদরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।
জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপনকে সামনে রেখে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সারাদেশে করোনা পরিস্থিতিতে খাদ্যসংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়। যার অংশ হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের মাধ্যমে জগন্নাথপুর উপজেলায় একশত হতদরিদ্র অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হতে প্রাপ্ত তালিকা থেকে একশত জন অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আমরা কিছু কিছু অসহায় হত দরিদ্রের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। সহায়তার মধ্যে ছয়শত টাকা মূল্যের নিত্যপণ্য ছিল।
মন্তব্য করুন