হবিগঞ্জে প্রবাসীর বাড়ি থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন /
হবিগঞ্জে প্রবাসীর বাড়ি থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার

নুরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে ॥

বানিয়াচঙ্গে বসতবাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জন্য মাটি খননকালে একটি টিআর গ্যাস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ছিলাপাঞ্জা এলাকায় বাসিন্দা মহিবুর রহমান তার বাড়ির থেকে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেনেডটি উদ্ধার করা হয়। গ্রেনেডটি বর্তমানে পুলিশের কড়া পাহারায় রয়েছে। আজ (বৃহস্পতিবার) সিলেট থেকে সেনাবাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গ্রেনেডটি নিস্ক্রিয় করবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা এলাকার বাসিন্দা ওমান প্রবাসী মহিবুর রহমান তার বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের জন্য শ্রমিক দিয়ে মাটি খনন করাছিলেন। মাটি খোঁড়ার এক পর্যায়ে শ্রমিকরা একটি টিআর গ্যাস হ্যান্ড গ্রেনেডের সন্ধান পান। বিষয়টি তাৎণিকভাবে বাড়ির মালিক মহিবুর রহমান বানিয়াচং থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই মোড়ল মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এবং স্থানীয় দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে গেনেডটি উদ্ধার করে। উদ্ধারকৃত গ্রেনেডের গায়ে “ঈঈঝ-৬০ঈ ঞঊঅজ এঅঝ ঐঅঘউ এজঊঘঅউঊ” লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকৃত গ্রেনেডটি মুজিবুর রহমানের বাড়ির উঠানে চারপাশে বিশেষ নিরাপত্তা বেষ্টনী (ব্যারিকেড) দিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে বানিয়াচং থানার এসআই মোড়ল মিজানুর রহমান জানান, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি উদ্ধার করি। আজ বৃহস্পতিবার সিলেট থেকে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম এসে গ্রেনেডটি পরীক্ষা-নিরীক্ষা করবে।

এ প্রসঙ্গে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, গ্রেনেড উদ্ধারের পর এলাকাটি নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে।