
ষ্টাফ রিপোর্টার
লুৎফুন নাহার বেগম, কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা। শিক্ষকতা করেছেন সুদীর্ঘ ৩৭ বছর ৩ মাস। কমলগঞ্জ বহুমূখী বালিকা উচ্চবিদ্যালয় যাত্রা শুরুর প্রথম দিকে নিজেই ছিলেন এই বিদ্যালয়ের ছাত্রী। ১৯৮৮ সালে সেই বিদ্যালয়েরই শিক্ষক হিসাবে শিক্ষকতা পেশায় যোগদান করেন।
লুৎফুন নাহার বেগম ছাত্রীদের মধ্যে ছিলেন খুবই জনপ্রিয়। স্কুলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে থানা এবং জেলা পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠানাদিতে ছাত্রীদের নিয়ে তার নিয়মিত অংশগ্রহণ ছিলো। ১৯৯৭ সালে স্কুলের গার্লস গাইড শিক্ষিকা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণের পর স্কুল অনেকবার থানা পর্যায়ে বিভিন্ন জাতীয় দিবসে শ্রেষ্ঠ স্কুল হওয়ার গৌরব অর্জন করে। তিনি নিজেও অনেকবার গার্লস গাইডের থানা, জেলা এবং বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন।
ব্যক্তিগতভাবে লুৎফুন নাহার বেগম দুই সন্তানের জননী। উনার স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক। বড়ছেলে আল আরাফাহ ইসলামী ব্যাংক কর্মকর্তা আর ছোট ছেলে RUET থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
লুৎফুন নাহার বেগমের সাথে আলাপকালে তিনি বলেন “শিক্ষক হিসাবে আমি আমার ছাত্রীদেরকে সবসময় সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আমার ছাত্রীরা দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় নিয়োজিত। আমার ছাত্রীদের ভালো অবস্থানে দেখলে আমার খুবই ভালো লাগে। সবকিছুরই শেষ আছে। এরই ধারাবাহিকতায় আমারও শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটেছে। সবার কাছে দোয়া চাই যাতে বাকী জীবন আল্লাহ্ তায়ালা সুস্থ রাখেন”।
আপনার মতামত লিখুন :