বানিয়াচংয়ে দু’বার গ্রেফতারের পর থামেনি স্বামী স্ত্রীর মাদক বিক্রি


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন /
বানিয়াচংয়ে দু’বার গ্রেফতারের পর থামেনি স্বামী স্ত্রীর মাদক বিক্রি

স্টাফ রিপোর্টার ।

বানিয়াচং উপজেলার ১নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের কামালখানী(গড়পাড়) গ্রামের কলিম মিয়া (৩৮) ও তার স্ত্রী রাজিয়া বেগম(৩০) ইয়াবা বিক্রির সময় যৌথবাহিনীর হাতে ২ বার গ্রেফতার হয়ে হাজত থেকে বের হয়ে পুরোদমে চালাচ্ছে মরণ ব্যাধি ইয়াবা ব্যবসা। ধ্বংস হচ্ছে যুবসমাজ। অনুসন্ধানে জানা যায়,রাজিয়ার ভাই ইউনুস ও ভগ্নিপতি ফুল মিয়া নিয়মিত ইয়াবা সরবরাহ করে চলেছে। তাদের বাড়ীর উত্তর দিকে সন্ধ্যার পর থেকেই ইয়াবা খোরদের লাইন থাকে।

তাদের দাপট এতো যে, কোন মানুষ কথা বললে নারী নির্যাতনের ভয় দেখায়। ইয়াবা বিক্রি ছাড়া জুয়া খেলায় ও গ্রেফতার হয়েছে উক্ত ব্যক্তিগণ। তাদের বিরুদ্ধে রয়েছে চেক প্রতারণার মামলা। এলাকাবাসী দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।