
হাবিবুর রহমান হাবিব
গ্রামের শান্ত দুপুর। দশ বছরের কিশোরী ইশরাত রহমান জেমি উঠানে দাঁড়িয়ে অবাক হয়ে নিজের ছায়া দেখছিল। আজ সকাল থেকেই সে এক অদ্ভুত খেলা আবিষ্কার করেছে। সকালে যখন সে মক্তবে যাচ্ছিল, দেখেছিল তার ছায়াটা রাস্তা জুড়ে অনেক লম্বা হয়ে আছে। অথচ এখন জোহরের আজানের সময় দেখল, দীর্ঘ সেই ছায়াটা ছোট হতে হতে তার ঠিক পায়ের নিচে এসে মিশেছে।
জেমি কৌতূহলী হয়ে তার দাদাজানের কাছে গিয়ে প্রশ্ন করল, “দাদাজান, আমার ছায়াটা কি মরে যাচ্ছে? সকালে কত বড় ছিল, এখন কেন একদম পিচ্চি হয়ে গেল!”
দাদাজান মৃদু হাসলেন। আদুরে নাতনিকে কাছে বসিয়ে পরম মমতায় বললেন, “জেমি, তুমি কি জানো মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এই ছায়া নিয়ে কী বলেছেন?”
জেমি উৎসুক চোখে তাকাল। দাদাজান বলতে শুরু করলেন, “সূরা আল-ফুরকানে আল্লাহ বলেছেন—তিনি চাইলে ছায়াকে স্থির করে দিতে পারতেন। যদি তা হতো, তবে সূর্যের আলো এক জায়গায় আটকে থাকত। পৃথিবীর একদিকে থাকত শুধু অসহ্য রোদ আর অন্যদিক ডুবে থাকত ঘুটঘুটে অন্ধকারে। কিন্তু আল্লাহ সূর্যকে করেছেন ছায়ার পথপ্রদর্শক। সূর্য যেমন তার কক্ষপথে আবর্তিত হয়, ছায়াও তার অনুগামী হয়ে ছোট-বড় হয়।”
জেমি কিছুক্ষণ ভেবে বলল, “দাদাজান, ছায়া কি আমাদের কিছু শেখাতে চায়?”
দাদাজান জেমির মাথায় হাত বুলিয়ে বললেন, “হ্যাঁ দাদুভাই। এই যে ছায়া কখনো বড় হচ্ছে, আবার কখনো ছোট—এটি আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। মানুষের জীবনে সুখ বা সুযোগ সব সময় একরকম থাকে না। কখনো দুঃখের মেঘ এসে সুখের ছায়াকে ছোট করে দেয়, আবার কখনো আল্লাহর রহমতে তা দীর্ঘ হয়। ছায়া যেমন সূর্যের ইশারায় চলে, আমাদের জীবনটাও স্রষ্টার ইচ্ছায় আবর্তিত হয়।”
দাদাজান আরও যোগ করলেন, “এর সবচেয়ে বড় শিক্ষা হলো—অহংকার থেকে মুক্তি। মানুষ যখন ক্ষমতা পায়, সে ভাবে তার প্রভাব বুঝি গোটা পৃথিবী দখল করে নেবে। কিন্তু আল্লাহ চাইলে মুহূর্তেই সেই দাপটকে দুপুরের ছায়ার মতো পায়ের নিচে নামিয়ে আনতে পারেন। আবার দিন শেষে সূর্য ডুবলে ছায়া যেমন মিলিয়ে যায়, আমরাও একদিন পৃথিবীর মায়া কাটিয়ে আল্লাহর কাছেই ফিরে যাব।”
জেমি আকাশের তপ্ত সূর্যের দিকে তাকাল। তার হৃদয়ে এক নতুন সত্যের উদয় হলো। সে বুঝতে পারল, ছায়া কেবল কোনো কালো অবয়ব নয়; এটি স্রষ্টার এক অনন্য নিদর্শন। যা প্রতি মুহূর্তে রূপ বদলে আমাদের শিখিয়ে দেয়—পরিবর্তনশীল এই পৃথিবীতে স্থির ও চিরস্থায়ী কেবল একজনই, তিনি মহান আল্লাহ।
আপনার মতামত লিখুন :