কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে বিশ্বজুড়ে — টরন্টোয় লেখক আবুল হাছনাত


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন /
কোরআনের আলো ছড়িয়ে দিতে হবে বিশ্বজুড়ে — টরন্টোয় লেখক আবুল হাছনাত
মাহদী রহমান 
কানাডার টরন্টো শহরের বায়তুল আমান মসজিদে এক সুধী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী মুসলমানদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আবুল হাছনাত। আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্বরূপ ইংরেজি অনুবাদসহ পবিত্র কোরআন শরীফের একটি কপি তুলে দেওয়া হয়।
অতিথির বক্তব্যে আবুল হাছনাত বলেন, “কোরআনের শিক্ষা মানবতার কল্যাণে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে। ইসলাম শান্তির ধর্ম, যা মানুষকে একত্রিত করে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানায়।”
তিনি প্রবাস জীবনে ইসলামী চেতনা জাগ্রত রাখার এমন উদ্যোগের প্রশংসা করেন এবং তরুণ প্রজন্মকে কোরআনের আলোয় জীবন গঠনের পরামর্শ দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কানাডায় বসবাসরত পাকিস্তান ও ভারতীয় মুসলমানরা। আয়োজকদের ভাষ্যে, প্রবাসের ব্যস্ত জীবনে ইসলামী মূল্যবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করতেই নিয়মিতভাবে এমন আয়োজন করা হয়।
পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।