মার্কুলী খেলার মাঠ সংরক্ষণের দাবী।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ৫:৩১ অপরাহ্ন /
মার্কুলী খেলার মাঠ সংরক্ষণের দাবী।

স্টাফ রিপোর্টার

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের মার্কুলীর খেলার মাঠ সংরক্ষণের দাবী উঠেছে। খেলার মাঠটি মশা কুলী মৌজার এস এ দাগে ভূমির মালিক মেসার্স আইদি এন্ড রেলওয়ে কোম্পানির মেল্লেজিং এজেন্ট মেসার্স বিলবনি এন্ড কোম্পানি ৪ নং ফেরলি পেইছ কলিকাতা আর এস এ কোম্পানির পক্ষে এজেন্ট মেসার্স মেফলিন এন্ড কোম্পানি ২ নং ফেয়াটি পোলটন কলিকাতা। শ্রেণী পতিত।

সুত্রে জানা যায়, উক্ত কোম্পানির নামে ২২ একরের ও বেশী জমি বিভিন্ন দাগে এস এ রেকর্ড ভূক্ত হয় । এ ভূমিতে পাক আমল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কৃষি বিভাগ বিমান দিয়ে কৃষি জমিতে পোকা দমনে ঔষধ ছিটানো হতো । পরে পরিবেশ নষ্টের কারনে ঔষধ ছিটানো বন্ধ করা হয়। প্রশ্ন উঠেছে পাকিস্তান সরকারের অধীনে এস এ রেকর্ডে বৃটিশদের কলিকাতা ভিত্তিক কোম্পানির নামে রেকর্ড হয় কোন কারিশমায়। এখানে সরকারি খাদ্য গোদাম, ভূমিহীন নীতিমালা অনুযায়ী ভূমিহীনদের পুনর্বাসন করা হয় । আর এস জরীপে খেলার মাঠ হিসেবে ২.৭৬ একর ভূমি ১/১ খতিয়ান ভূক্ত হয়। যে ভূমি ১ নং খাস খতিয়ান ভূক্ত হওয়ার কথা তা হলো ১/১ ভিপি সম্পত্তি। সরকারি সরকারের ছিলো না নজরদারি। ক্রীড়াবিদগণের মতে ৯০ মিটার দৈর্ঘ্য ও ৪৫ মিটার প্রস্হ একটি খেলার মাঠ হয়। এলাকার শিশু,কিশোর ও যুবকদের একমাত্র খেলার মাঠটি সংস্কার ও বাউন্ডারি ওয়াল নির্মান এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী। কারো কারো দাবী স্টেডিয়াম করা। তাহলে অত্র এলাকায় নতুন নতুন খেলোয়াড় জন্ম নিবে। এমনকি জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারে।