মোঃ খাদেমুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় অবস্থিত বাংলাবান্ধা স্থলবন্দর। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে দেশের একমাত্র চতুদের্শীয় স্থলবন্দর বাংলাবান্ধা। ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে এই সময়ে বন্দর দিয়ে কোন প্রকার পণ্য আমদানি রপ্তানি হবে না। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মানুষ যাতায়াত স্বাভাবিক থাকবে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ।
বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের একটি চিঠিতে জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটি। সেই সাথে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে আমদানি রপ্তানি কার্যক্রম। তাই দুইদিন সাপ্তাহিক ছুটিসহ মোট ৯ দিন বন্ধ থাকবে চতুর্দেশীয় স্থলবন্দরটির আমদানি রপ্তানি কার্যক্রম। আগামী ৬ এপ্রিল আবারো পুরো দমে চালু হবে বন্দরের সব কার্যক্রম।
ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :