নবীগঞ্জে পুলিশের ওপর হামলা : গ্রেফতার ৮


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৪, ১১:০৬ অপরাহ্ন /
নবীগঞ্জে পুলিশের ওপর হামলা : গ্রেফতার ৮

নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে দু’পক্ষের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করেছে পুলিশ। ওই মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।  শুক্রবার (২৯ মার্চ) ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ০৫-০৬ জনকে আসামী করা হয়েছে। দু’পক্ষের সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পাল, এএসআই বিজু সিংহ, কনস্টেবল এহসান মাহবুব জুবায়ের, শরীফুল ইসলাম, সুমন মিয়া, গুরুত্বর আহত হয়।

পুলিশের ওপর হামলা-মামলায় গত বৃহস্পতিবার (২৮ মার্চ) গভীর রাতে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে মামলার বাদী এসআই অনিক পাল জানিয়েছেন। গ্রেফতারকৃত আসামীদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন- নবীগঞ্জ থানার মামলা নং: ২৪, ধারা: ১৪৩/ ১১৪/ ১৮৬/ ৩৩২/ ৩৩৩/ ৩৫৩/ ৩০৭/ ৩৪ পেনেল কোর্ড। নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন মাথুরাপুর গ্রামের মৃত সাইফ উল্লার পুত্র জিতু মিয়া (২৮), ছায়েদ মিয়ার পুত্র ঝুমন মিয়া (২২), মো: সামছু মিয়ার পুত্র আকিকুর রহমান (২২), মৃত মুহিব উল্লার পুত্র মো: মাহমুদ মিয়া (২৮), মৃত তছর উদ্দিনের পুত্র শরীফ উদ্দিন (২৩), মো: সমছু মিয়ার পুত্র মো: এমদাদুর রহমান (১৯), মো: লেচু মিয়ার পুত্র মো: ইব্রাহিম মিয়া (২৫), মৃত আব্দুল জলিলের পুত্র মো: লায়েক মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়।