তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক ও মাদক ব্যবসায়ীসহ ১১ অপরাধী গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশ আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় সাজাপ্রাপ্ত পলাতক ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এর মাধ্যে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, মোঃ সেলিম, মোঃ আকাশ, সাগর ও মোঃ মিরাজ মিয়া ওরফে মিরাজ। এছাড়া জিআর মামলায় সাজাপ্রাপ্ত পলালত মোঃ মোজাম্মে হক ও ৩ মাসের সিআর সাজা পলাতক মোঃ জনি ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে মাদক মামলায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, আব্দুস সামাদ, মোঃ পারভেজ, মোঃ ফরিদ ও রাজু কুয়াইশি। আটককৃতদের মধ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি আরো বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন